১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

গোসল করতে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সাভার সংবাদদাতা  : সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

তিনজনই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই তিন শিক্ষার্থী।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরীতে নৌ ভ্রমণে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে চার শিক্ষার্থী নিখোঁজ হন। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।  নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান চলছে।

প্রকাশ :জুলাই ২৭, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ