১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অলিম্পিক পদক

ক্রীড়া ডেস্ক: ২০২০ টোকিও অলিম্পিকের পদক উন্মোদন করেছে আয়োজক দেশ জাপান।

বুধবার রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে পদক উন্মোচন করা হয়।  স্থানীয় আয়োজক কমিটি এবং প্যারাঅলিম্পিক গেমসের আয়োজকরা জানিয়েছে, ২০২০ টোকিও অলিম্পিকের পদক তৈরিতে তারা ব্যবহার করেছে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইজ।  মোট ৫০০০ সোনা, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তৈরি করা হয়েছে টোকিও অলিম্পিকের জন্য।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাপান ঘোষণা দিয়েছিল, অলিম্পিকের পদক তৈরিতে তারা ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবে।  সেই থেকে তারা দুই বছর পুরো জাপানে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইজ সংগ্রহ করে।  সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে।

আয়োজকরা বলছে, ৬.২১ মিলিয়ন মোবাইল ফোনসহ মোট ৭৮,৮৯৫ টন ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইজ পাওয়া গেছে।  যার থেকে ৩২ কেজি স্বর্ণ, ৩৫০০ কেজি রৌপ্য এবং ২,২০০ কেজি ব্রোঞ্জ নিস্কাশন করা গেছে।  পদকের সঙ্গে যে রিবন যুক্ত হয়েছে সেটাও রিসাইকেল পলিস্টার ফাইবার দিয়ে বানানো।  ফলে প্রতিটি পদক তৈরিতে জাপান অর্ধেকেরও কম খরচ করেছে বলে দাবি বিশ্লেষকদের।

পদকগুলো ডিজাইন করেছেন জুনিচি কাওয়ানিশি। অলিম্পিকের পদক তৈরি করার জন্য জাপান প্রতিযোগীতার আয়োজন করেছিল। সারাবিশ্ব থেকে পেশাদার প্রায় ৪০০ ডিজাইনার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।  তাদের মধ্যে সেরা নির্বাচিত হন জুনিচি কাওয়ানিশি।

পদকগুলির ব্যাস ৮৫ মিলিমিটার।  আইওসির নিয়মমাফিক পদকগুলোতে পাঁচটি রিঙ্ক প্রতীক, গ্রীক জয়ের দেবী নাইকি এবং অলিম্পিকের প্রতীক রয়েছে।  সোনা পদককে ৬ গ্রামের বেশি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।  রৌপ্য পদকে পিউর রূপা এবং ব্রোঞ্জ পদকে লাল ব্রাস অ্যালয় রয়েছে যার ৯৫ শতাংশ কপার এবং ৫ শতাংশ জিঙ্ক।

২০২০ সালের ২৪ জুলাই পর্দা উঠবে জাপান অলিম্পিকের।

প্রকাশ :জুলাই ২৫, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ