২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

বিদ্যুৎ বন্ধ থাকবে না: বিদ্যুৎ বিভাগ

দেশজনতা অনলাইন : পদ্মা সেতু নিয়ে নতুন গুজব ‘বিদ্যুৎ বন্ধের’ কথা বিশ্বাস না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা বলছে, আজ, আগামীকাল বা অন্য দিন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে।

দেশের বিভিন্ন এলাকায় বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না জানিয়ে আরো বলা হয়েছে, আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বিদ্যুৎ বিভাগ গুজব রটানাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সম্প্রতি পদ্মা সেতু নির্মাণে এক লাখ মানুষের মাথা লাগবে বলে উদ্ভট কথা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আর অবিশ্বাস্য এই কথা দেশে বহুজনে বিশ্বাসও করেছে। বলা হয়েছে, ৪২টি দল দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তারা প্রধানত শিশুদের হত্যা করে মাথা সংগ্রহ করছে।

এই গুজব এতটাই বিস্তার লাভ করে যে, দেশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেই তার বা তাদের ওপর হামলা হয়েছে। মেয়েকে দেখতে যাওয়া বাবাকে, সন্তানকে স্কুলে ভর্তির বিষয়ে খোঁজ নিতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এর মধ্যে গত কয়েকদিন ধরে আবার নতুন গুজব ছড়ানো হচ্ছে যে, আগামী দুই দিন সারাদেশে বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এবং বাড়ির ভেতরে ঢুকে শিশুদেরকে হত্যা করা হবে। এই উদ্ভট তথ্যেও বিশ্বাস করেছে বহু জন।

এই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের বিবৃতিতে বলা হয়, ‘কোন একটি মহল অসদুদ্দেশ্যে রটাচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চাহিদার বিপরীতে গতকাল (মঙ্গলবার) পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট। কোথাও লোড শেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে।’

প্রকাশ :জুলাই ২৪, ২০১৯ ৬:৫২ অপরাহ্ণ