আন্তর্জাতিক ডেস্ক:
বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বেথনাল অ্যান্ড গ্রীন বো আসনের প্রার্থী ছিলেন তিনি। এর আগে, বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দ্বিতীয় মেয়াদে ও রূপা হকও তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।এদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। এছাড়া জয়ের পথে আছেন বেথনাল অ্যান্ড গ্রীন বো আসনের প্রার্থী রুশানারা আলী।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

