১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১০

নীলফামারীতে ছেলেধরা সন্দেহে ৪ জনের গণপিটুনি

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ছেলেধরা সন্দেহে নারীসহ চার জনকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ মানুষজন।

রোববার সন্ধ্যায় এক নারী ও আজ সোমবার সকালে তিন ব্যক্তিকে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় পাগলবেশে দেখে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। তারা অগোছালো উত্তর দিলে মানুষজন তাদের ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ছেলেধরা সন্দেহে আটককৃতরা হলেন, দিনাজপুরের আব্দুল মালেক (৫০), নীলফামারী সদরের হেলাল হোসেন (৪০), গাইবান্ধার মো. গফুর (৫৬) ও বরিশালের মেরিয়ান (৪০)।

সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা জানান, গুজবে ছেলেধরা সন্দেহে এক নারীসহ চারজনকে বিক্ষুদ্ধ মানুষজন গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যেকের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা সবাই মানষিক ভারসাম্যহীন।

প্রকাশ :জুলাই ২২, ২০১৯ ৫:১৩ অপরাহ্ণ