১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরি খাদে, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সদরের শিবরামপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে গেছে। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি লরি সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হয়। আহত হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশ :জুলাই ২০, ২০১৯ ১২:২৭ অপরাহ্ণ