১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭১.৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ছিল ৬৪.৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৬২ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন। গত বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৭৭.০২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮১৫ শিক্ষার্থী। আর কারিগরিতে পাসের হার ছিল ৮১.৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৯ শিক্ষার্থী।

এর আগে বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবার ১০টি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে। তবে নিজ নিজ কেন্দ্র, প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বেলা ১টায়।

প্রকাশ :জুলাই ১৭, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ