তিনি বলেন, আগামীকাল বুধবার (১৬ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
ইশরাত হাসান আরও বলেন, ‘সোমবার (১৫ জুলাই) কুমিল্লায় আদালত কক্ষে বিচারকের সামনে যেভাবে হত্যা করা হয়েছে,তাতে একজন বিচারকের স্ত্রী হিসেবে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। তাই দেশের সব আদালত চত্বরে বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছি।’
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে খুন করেন। কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ফারুক হোসেন (২৭) নামে একজন নিহত হয়। পরে অপর আসামি আবুল হাসানকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

