১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

ব্রিটেনের পার্লামেন্ট ঝুলন্তর দিকে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক:

আশঙ্কা সত্যি হতে চলেছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে প্রধানমন্ত্রী টেরেসা মে–র রক্ষণশীল দল। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে দেশটি। এই ফলাফল প্রধানমন্ত্রী টেরিসা মের জন্য লজ্জাজনক। আরো বিপুল সাফল্য পাবেন মনে করে তিনি আগাম নির্বাচন দিয়েছিলেন।
সর্বশেষ খবর অনুযায়ী রক্ষণশীল দল ৩১৪টি আসন পেয়ে এককভাবে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাদের আসন ১৭টি কমছে। আর প্রধান বিরোধী দল শ্রমিক দল ৩৪টি আসন বেশি পাচ্ছে। ফলে তাদের আসন দাঁড়াচ্ছে ২৬৬।
লিব ডেমের আসন ৬টি বেড়ে হচ্ছে ১৪, এসএনপির ২২টি কমে হচ্ছে ৩৪টি।
সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে লিবারেল ডেমোক্র্যাট দলের এমপি নিক ক্লেগের পরাজয়। তিনি শ্রমিকদলের কাছে তার আসন হারিয়েছেন। তিনি ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত রক্ষণশীল দলের সাথে জোটে উপপ্রধানমন্ত্রী ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ণ