২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২৪

ভারী বর্ষণে বন্যা, নেপালে নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : বন্যা বিধ্বস্ত নেপালের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। ভয়াবহ বন্যায় সৃষ্ট দুর্ঘটনায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। কয়েকদিন ধরে একটানা ভারী বর্ষণে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভারী বর্ষণে বন্যার পাশপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলোর পানি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী কর্মীরা।

শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রশাসনের তরফ থেকে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ :জুলাই ১৪, ২০১৯ ১২:০৮ অপরাহ্ণ