১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মোড়ল (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আব্দুল মজিদ খুলনা থেকে আলমসাধু যোগে বৃহস্পতিবার বিকেলে তালা ফিরছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা সড়কের কাঠালতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মজিদ মোড়ল। এরপর স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানের ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৯:২৮ পূর্বাহ্ণ