১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

এনডিপির ইফতারে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

২০-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ইফতার মাহফিলে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাজধানীতে এই মাহফিলের আয়োজন করা হয়।

রাজনীতিকদের সম্মানে আয়োজিত এই ইফতারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। সহায়ক সরকার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ