সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা জাহানারা খাতুন (৩৮) পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক। তিনি পাটকেলঘাটার নওয়াপাড়া এলাকার শেখ শাহাদাতের স্ত্রী।
স্থানীরা জানান, বেলা ১১টার দিকে কলেজ শিক্ষিকাকে বহনকারী ভ্যানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে পাটকেলঘাটার মজুমদারের তেলবাহী ট্রাক (যশোর ট-১১৩৬৮১) পেছন দিকে থেকে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক এবং চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

