সংবাদ সম্মেলনে অবধারিত ভাবেই প্রশ্ন উঠলো মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। মাশরাফিও ঝটপট উত্তর দিলেন, ‘আপাতত পরিকল্পনা বাড়ি যাওয়া।’ শনিবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া দশটার ফ্লাইটে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন মাশরাফি। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে যেতে হবে শ্রীলঙ্কায়। আপাতত বিশ্রামই তার পরিকল্পনা।
সংবাদ সম্মেলনে এর বাইরে কিছু না বললেও পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি জানিয়েছেন, ‘ আমি এখন বাড়ি যাবো। সেখানে গিয়ে আমার ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাববো। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত এখনও না নিলেও মাশরাফির বিশ্বকাপ পর্ব শেষ। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল মাশরাফির। ডারবানে কানাডারে বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করে তা শেষ হলো ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে।
২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০১৯ চারটি বিশ্বকাপ খেলেছেন। প্রতিটি বিশ্বকাপ দেশের বাইরে খেললেও দুর্ভাগ্যবশত ঘরের মাঠে ইনজুরির কারণে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি। নিজের শেষ ম্যাচটিও হতাশায় কেটেছে পাকিস্তানের বিপক্ষে হেরে। বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে কোনও আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর, ‘কোন আক্ষেপ নেই। আমিতো আগেই জানিয়ে এসেছি এটাই আমার শেষ বিশ্বকাপ।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

