২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৭

গ্রামীণফোন, রবির ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ

দেশজনতা অনলাইন : মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটার ব্যান্ডউইথ সীমিত করতে সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দুই অপারেটরের কাছে ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পাওনা আদায়ে বৃহস্পতিবার এমন পদক্ষেপ নেয় সংস্থাটি।

বিটিআরসির দাবি, গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা। রবির কাছে পাওনা প্রায় ৮৬৭ কোটি টাকা। নীরিক্ষা আপত্তি হিসেবে এ টাকা দাবি করছে বিটিআরসি। অবশ্য দুই অপারেটরই এই পাওনা নিয়ে দ্বিমত পোষণ করে।

এর আগে একাধিকবার পাওনা আদায়ে দুই অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। বারবার তাগাদা দেওয়ার পরও গ্রামীণফোন ও রবি সরকারের এ পাওনা অর্থ দিচ্ছে না বলে ওই চিঠিতে অভিযোগ তোলে সংস্থাটি।

প্রকাশ :জুলাই ৪, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ