১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

লাইফ সাপোর্টে এরশাদ

দেশজনতা অনলাইন : সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে সিএমএইচে ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার বিকেলে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দোলোয়ার জালালি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের তার বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি ও তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখার কথা নেতাকর্মীদের অবহিত করেছেন বলে জানিয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক রাজ্জাক খান জানান।

এর আগে দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থার উন্নতি হচ্ছে না।

তিনি বলেন, ‘তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। মাঝে মাঝে চোখ মেলে তাকালেও অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই তার চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশ নেওয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হবে।’ সিএমএইচের চিকিৎসকদের সিদ্ধান্তেই ভাইয়ের চিকিৎসা চলছে বলে জানান জি এম কাদের।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যন বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে।’

হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করতে দেশবাসীসহ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জি এম কাদের।

প্রকাশ :জুলাই ৪, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ