২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

সায়েন্সল্যাব-শাহবাগসহ তিন রুট ৭ জুলাই থেকে রিকশামুক্ত ঘোষণা

দেশজনতা অনলাইন : রাজধানীর যেসব রাস্তায় চক্রাকার বাস চলাচল করবে সেসব রাস্তাকে রিকশামুক্ত ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন৷ এ ঘোষণা অনুযায়ী, কুড়িল-রামপুরা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-আজিমপুর, সাইন্সল্যাব- শাহবাগ রোডে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (০৩ জুলাই) করপোরেশনের মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে মেয়র এ ঘোষণা দেন।

মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীকে যানজটমুক্ত করতে চক্রাকার বাস সার্ভিস এলাকার সড়কগুলোকে রিকশামুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এসময় ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ :জুলাই ৩, ২০১৯ ৫:০৫ অপরাহ্ণ