১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

ফরহাদ হত্যা মামলার আসামি রমজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী  হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রমজান (৩৭) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে বাড্ডার সাতারকুল এলাকায় ডিবি পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, রাত তিনটার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ডিবি পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র -গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মাসুদ।

প্রসঙ্গত, গত বছরের ১৫ জুন রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চলে এক  নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়তে আসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী (৫৪)। এসময় দুর্বৃত্তরা তাকে  গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

প্রকাশ :জুলাই ৩, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ