১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ছোট বিমান বিধ্বস্তে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে এডিসন বিমানবন্দরের হ্যাঙ্গারে এ ঘটনা ঘটে। তবে বিমানের ভেতর লোক ছাড়া ওই সময় হ্যাঙ্গারের ভেতরে আর কেউ ছিল না বলে জানিয়েছেন এডিসন শহরের এক মুখপাত্র। খবর এপির।

দু্ই ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফট বিমানটি এডিসন বিমানবন্দর থেকে উড়তে যাচ্ছিল। কিন্তু, হ্যাঙ্গারেই সেটি বিধ্বস্ত হয়। মুর্হূতেই তাতে আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের খাতিরে এখনও আরোহীদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে এই দুর্ঘটনা। তবে, বিস্তারিত তদন্ত চলছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, কিং এয়ার থ্রি ফিফটি উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেখানে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।

মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এ দুর্ঘটনার পর বিমানবন্দর ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। বিমানটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে।

প্রকাশ :জুলাই ১, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ