১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬
England's Jason Roy (L) speaks with teammate Joe Root during the 2019 Cricket World Cup group stage match between England and South Africa at The Oval in London on May 30, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে আজ বার্মিংহামে দিনের একমাত্র ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে যদি ভারত জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। অন্যদিকে, সেমিফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডের আজ জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। দলে ঢুকেছেন জ্যাসন ও লিয়াম প্লানকেট। বাদ পড়েছেন জেমস ভিন্স ও মঈন আলী। অন্যদিকে, ভারত একটি পরিবর্তন এনেছে। বিজয় শঙ্করের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রিশাব পান্ত।

ভারতের আজ সপ্তম ম্যাচ। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের আজ অষ্টম ম্যাচ। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম অবস্থানে।

ইংল্যান্ড একাদশ: রয়, বেয়ারস্টো, মরগ্যান (অধিনায়ক), স্টোকস, রুট, বাটলার (উইকেটরক্ষক), ওয়েকস, রশীদ, প্লানকেট, আর্চার, উড।

ভারত একাদশ: রাহুল, রোহিত, কোহলি (অধিনায়ক), পান্ত, কেদার, ধোনি (উইকেটরক্ষক), হার্দিক, শামি, কুলদীপ, চাহাল, বুমরাহ।

প্রকাশ :জুন ৩০, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ