চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁ যাওয়ার পথে নোয়াখালীর হাতিয়া চ্যানেলে ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ জাহাজ থেকে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে গেছে। তীব্র স্রোতের কারণে রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ওই জাহাজটি পানগাঁয়ের উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ ভোরে হাতিয়া চ্যানেলে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে যায়। নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, জাহাজটিতে মোট ৮৬টি পণ্যবোঝাই কন্টেইনার ছিল। এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট লি. (এস এ পি এল)-এর মালিকানাধীন টার্মিনালে তাদের ৬৭ কন্টেইনার খালাস হওয়ার কথা ছিল। আর বাকি ১৯ কন্টেইনার খালাস হতো পানগাঁ টার্মিনালে।
কনটেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। তবে ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।