২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৯

৩১০৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

দেশজনতা অনলাইন :  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন এমন ৩ হাজার ১০৭ জনের গেজেট ও সনদ  বাতিল করা হয়েছে ।’

শনিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

তিনি বলেন, ‘গত ১০ বছরে বাদ পড়া মুক্তিযোদ্ধা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বেসামরিক গেজেট, নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা), মুজিবনগর সরকারের কর্মচারী, চিকিৎসা সেবা দানকারী মেডিক্যাল টিম, শব্দ সৈনিক, শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মোট ৪ হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।’

আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য হাবিবা রহমান খানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডাটাবেজে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদসহ বিভিন্ন ধরনের গেজেট ডিজিটাইজেশন করা তথ্য সংরক্ষিত রয়েছে।’ এগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে রয়েছে। দেশের বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের ডিজিটাল সনদ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই সারা দেশে একদিনে একযোগে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ দেওয়া হবে।’

প্রকাশ :জুন ২৯, ২০১৯ ১:০৩ অপরাহ্ণ