১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশত

অনলাইন

রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা সীমানা সংলগ্ন অভিরামপুর ব্রিজের রেলিং ভেঙ্গে হানিফ পরিবহনের একটি বাস খাদে উল্টে পড়ে যায়। এতে অর্ধ শতাধিক যাত্রী আহত হয়। বাসটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আকতারুজ্জামান জানান, বাসটি অভিরামপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে প্রচণ্ড শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। গাড়ির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রকাশ :জুন ২৭, ২০১৯ ১০:০৪ পূর্বাহ্ণ