১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২

মিসরে জঙ্গি হামলায় ৭ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক

মিসরে পুলিশের এসেম্বলি সেন্টার লক্ষ্য জঙ্গি হামলার সময় সাত পুলিশ নিহত হয়েছে। হামলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার জঙ্গি নিহত হয়। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, দেশটির আঞ্চলিক রাজধানী আল আইরিশের কাছে পুলিশের এসেম্বলি সেন্টার লক্ষ্য করে হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে একজন ছিল আত্মঘাতী বোমাবাজ।

এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কেউ দ্বায়িত্ব স্বীকার করেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন ইসলামিক স্টেট (আইএস) এর হামলার অনুরূপ। মিসরের সিনাইয়ের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গতবছর মিসরীয় কর্তৃপক্ষ জিহাদীদের বিরুদ্ধে এ অঞ্চলে অভিযান চালায়।

প্রকাশ :জুন ২৭, ২০১৯ ৯:৫৬ পূর্বাহ্ণ