১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাত হবে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে মঙ্গলবার রাত থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনের তাপমাত্রার মধ্যেও সোমবার পঞ্চগড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে আর বাতাসে আদ্রতা বেড়ে যাবে। এছাড়া বিগত কয়েকদিনে তাপমাত্রা যা ছিল বৃষ্টিপাত হলে তার চেয়ে অনেকটা কম তাপমাত্রা বিরাজ করবে। রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের তাপমাত্রা একটু বেশি থাকবে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে পঞ্চগড়ে বৃষ্টিপাত শুরু হবে। বুধবার উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবার থেকে সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে।

প্রকাশ :জুন ২৫, ২০১৯ ৯:৩৭ পূর্বাহ্ণ