৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১১

কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

খেলা ডেস্ক

গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবল আসরের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পোর্তো আলেগ্রেতে রবিবার রাতে ম্যাচের চতুর্থ মিনিটেই লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় মেসি বাহিনী। পরে ম্যাচের ৮১তম মিনিটে গোল নিয়ে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো।

এর আগে, বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষের ভুলে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেস। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। দুই গোলের লিড পেয়ে ম্যাচের বাকি সময় খুব একটা তৎপর দেখা যায়নি কোপা আমেরিকার ইতিহাসের অন্যতম সফল দলটিকে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শেষবার কোপার শিরোপা জেতার পর আর কোন আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। ২৮ বছরের খরা কাটানোর জন্য এবার কোপার শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে কলোম্বিয়ার কাছে হার। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র। ফলে ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার লজ্জা থেকে দলকে রক্ষা করলো দলটি।

প্রকাশ :জুন ২৪, ২০১৯ ১২:৩০ অপরাহ্ণ