১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা!

আন্তর্জাকতক ডেস্ক : ইরানের অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে বলে দাবি মার্কিন গণমাধ্যমের।

মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সামরিক অভিযানের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই তেহরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালানো হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা নিয়ন্ত্রণকারী কম্পিউটারের ওপর সাইবার হামলা চালিয়ে তা অকার্যকর করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সফল ওই সাইবার হামলায় ইরানের অস্ত্রব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে এ ব্যাপারে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওমান সাগরে দুটি তেলের ট্যাঙ্কারে হামলা এবং একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ হিসেবেই ওই সাইবার হামলা চালানো হয়েছে।

ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করলেও তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। কিন্তু ওই বিস্ফোরণের জন্য ইরানকেই দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশ সৌদি আরব।

পরমাণু অস্ত্র ইস্যুতে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে চুক্তি হয়েছিল ইরানের। সে অনুযায়ী নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছিল এবং ইরানকে তেল রফতানির অনুমতি দেয়া হয়েছিল।

কিন্তু যুক্তরাষ্ট্র গত বছর ওই চুক্তি প্রত্যাহার করে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞাও জারি করে।

প্রকাশ :জুন ২৩, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ