৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান

দেশজনতা অনলাইন : ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ভাইস চেয়ারম্যান থেকে তাদের এই পদোন্নতি দেওয়া হলো। বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, ‘পদোন্নতি দিয়ে আমাদের স্থায়ী কমিটির শূন্য পদে তাদের দু’জনকে নিয়ে আসা হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম মারা যাওয়ায় কয়েকটি পদ শূন্য হয়। সেই শূন্য পদে ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে নিয়ে আসা হলো। এখনও স্থায়ী কমিটির তিনটি পদ খালি আছে।
ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কাউন্সিল কবে হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না দলটির নেতারা।

প্রকাশ :জুন ১৯, ২০১৯ ১:১৮ অপরাহ্ণ