১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩

৬০ বোতল ফেন্সিডিলসহ মহিলা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় পুলিশ ৬০ বোতল ফেন্সিডিলসহ মমতাজ বেগম (৪০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।।

পুলিশ সূত্রে জানা গেছে, শালনগর ইউপির মন্ডলবাগ গ্রামের জাকির শেখের স্ত্রী মমতাজ বেগম লোহাগড়া থেকে ভ্যানযোগে নিজ গ্রামে যাবার পথে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই সঞ্জিত জোয়াদ্দারসহ সঙ্গীয় পুলিশ তাকে সন্দেহের বশে পারশালগনর থেকে  আটক করেন এবং দেহ ও ব্যাগ তল্লাশি করেন। এসময় তার শরীরে বেঁধে রাখা ও ব্যাগে রাখা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএম

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ