১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

বলিউডের জন্য প্রস্তুত হচ্ছেন অমিতাভের নাতনি?

বিনোদন ডেস্ক: তারকা সন্তানদের বলিউড সিনেমায় অভিনয় নতুন নয়। অনেকদিন থেকেই গুঞ্জন, রুপালি জগতে পা রাখতে চলেছেন বলিউডের ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা। একটি ভিডিও এ গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে।
লেখাপড়ার জন্য বর্তমানে নিউ ইয়র্কে আছেন নব্য। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, জিমের বাইরে ফুটপাতে জিম বল নিয়ে স্কোয়াট করছেন তিনি। এর ক্যাপশনে লিখেছেন, ‘ফিটনেস’। এরপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন—বলিউডের জন্য প্রস্তুতি হিসেবেই এই কঠোর পরিশ্রম করছেন নব্য।
তবে এর আগে এক সাক্ষাৎকারে বলিউডে অভিনয়ের সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে নব্য বলেছিলেন, ‘কোনো অবস্থাতেই আমি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেব না। আমি বিজ্ঞাপন এজেন্সিতে ইন্টার্নশিপ করাটাই বেশি উপভোগ করছি। ম্যানহাটনে আমি যে স্বাধীনতাটা পাচ্ছি তা খুব ভালো লাগে।’
নব্যর মা শ্বেতা নন্দা বলেছিলেন, ‘আমি নব্যকে ইন্ডাস্ট্রির সব দিকটাই বলার চেষ্টা করেছি। ইন্ডাস্ট্রির প্রতি আমার বিরোধীতা নেই। আমাদের আজ যা কিছু অর্জন তা এর জন্যই। তবে এই জগতটা মোটেও সহজ নয়।’

প্রকাশ :জুন ১৮, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ