১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি আজ

খেলা ডেস্ক

ইংল্যান্ডের ছোট শহর টনটনে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত বিশ্বকাপের সমীকরণে একই অবস্থানে আছে বাংলাদেশ ও ক্যারিবিয়ান দলটি।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়েছে বড় ব্যবধানে। বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচে জয় পেলেই বাংলাদেশ পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে যাবে।

প্রকাশ :জুন ১৭, ২০১৯ ১১:১২ পূর্বাহ্ণ