নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশপাশের এলাকায় আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এ কারণে খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার গ্রাহকরাও কম গ্যাস পাবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানায়।
সোমবার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে।
এ কাজের জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, র্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটেরিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ আট ঘণ্টা বন্ধ থাকবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

