১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে র‌্যাব পরিচয়ে থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার দিবাগত রাত ১টার দিকে রিজভী গণমাধ্যমকে বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুনকে তার শান্তিনগরের বাসা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।
রিজভী অবিলম্বে হাসান মামুনকে নিঃশর্তে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন গণমাধ্যমকে বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি।

প্রকাশ :জুন ১৬, ২০১৯ ১০:৩৮ পূর্বাহ্ণ