১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

টাঙ্গাইলের গোপালপুর পৌর মার্কেটে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে পুরাতন পৌর মার্কেটে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরে পাশের হার্ডওয়ার ও জুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ী উপজেলার পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
প্রকাশ :জুন ১৫, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ