১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

বিয়ের মঞ্চ ভেঙে আহত মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন। শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের মঞ্চে উঠে অতিথির সঙ্গে নেতাকর্মীরা ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা আহত হন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তেমন বড় কোন ঘটনা নয়। ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে মঞ্চে উঠায় এমন হয়েছে। ঘটনার পরপরই নেতাকর্মীরা আমাদের প্রাথমিক চিকিৎসা করান। ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বরের নাম অরকো নেওয়াজ মাহমুদ, কনের নাম জান্নাতুল ফেরদৌস তানি।

প্রকাশ :জুন ১৫, ২০১৯ ৯:৪১ পূর্বাহ্ণ