১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

আল শাবাবের দখলে সোমালি শহর, ৬১ সেনাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গিগোষ্ঠী আল শাবাব বৃহস্পতিবার সোমালিয়ার একটি শহরের দখল নিয়েছে। পান্তল্যান্ড নামের ওই শহরটি দখল করতে গিয়ে তারা অন্তত ৬১ জন সরকারি সেনাকে হত্যা করেছে। খবর রয়টার্সের।

আঞ্চলিক গভর্নর ইউসুফ মোহামেদ বলেন, ‘আফ উড়ুর শহরে আল শাবাব হামলা চালিয়েছে। সেখানে অল্প সৈন্য ছিল। এজন্য শহরটি শাবাব দখল করে ফেলতে পেরেছে। টেলিযোগাযোগ বন্ধ থাকায় কতজন হতাহত হয়েছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না।’

এদিকে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত এই জঙ্গিগোষ্ঠী জানায়, তারা সেই শহরের মিলিটারি বেইস দখল করতে গিয়ে ৬১ জন সেনাকে হত্যা করেছে।

আল শাবারের সামরিক শাখার মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব একটি বিবৃতিতে জানান, হতাহতের সংখ্যাটা আরো বাড়তে পারে। কারণ অপারেশন অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, সেই মিলিটারি বেইস থেকে তারা অস্ত্র ও যানবাহনের দখল নিয়েছে।

বিদ্রোহের কারণ হিসেবে আল শাবাব জানায়, সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের বিতাড়ন, পাশ্চাত্য সমর্থিত সোমালিয়া সরকারের উৎখাত এবং হর্ন অব আফ্রিকাতে অবস্থিত দেশটিতে ইসলামের কঠোর ভার্সনটি প্রতিস্থাপন করা।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৪:৩৪ অপরাহ্ণ