নিজস্ব প্রতিবেদক:
চলচ্চিত্র শিল্পীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি। ১৫ জুন রমনার পুলিশ কনভেনশন হলে উপস্থিত হবেন বিভিন্ন প্রজন্মের শিল্পী কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। কমিটির সভাপতি মিশা সওদাগর ও কার্যনির্বাহী সদস্য সাইমন সাদিক সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন।
সভাপতি মিশা বলেন, ‘পবিত্র এই রোজার মাসে প্রিয় মানুষগুলোকে একত্রিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একটা দিন উৎসব মুখর পরিবেশে আমাদের শিল্পী ভাই-বোনদের নিয়ে ইফতার করতে চাই।’ তিনি আরো জানালেন, শিল্পী সমিতির তালিকাভুক্ত সকল শিল্পীদের দাওয়াত দেওয়া হচ্ছে।
এদিকে সাইমন বলছিলেন, ‘আমাদের অনুষ্ঠানে এবার আলাদা করে কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকবেন না। তবে প্রবীণ শিল্পীদের জন্য আলাদা চেয়ার সংরক্ষিত রাখব, যাতে করে উনাদের আসার পর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে না হয়। এছাড়া অনুষ্ঠান সমিতির সদস্য ছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন মানুষরা আমন্ত্রিত থাকবেন।’
অনুষ্ঠানটিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পুলিশের আইজি কেএম শহীদুল হক খান থাকার কথা রয়েছে। তাদের কাছে চলচ্চিত্র উন্নয়নে সাহায্য চাওয়া হবে জানালেন সাইমন।
দৈনিক দেশজনতা/ এমএইচ