বিদেশ ডেস্ক
চলমান কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা চেয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই কাশ্মীর নিয়ে আলোচনা চেয়ে চিঠি লিখলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ১৩-১৪ জুন কিরকিজিস্তানে বিশকেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। সেথানে থাকছে পাকিস্তানও। শুক্রবার ভারত জানিয়ে দেয় ওই বৈঠকের অবসরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠকে হবে না। ভারতের ওই ঘোষণার পরই আলোচনার প্রস্তাব এল ইমরান খানের পক্ষ থেকে।