খেলা ডেস্ক
কোপা আমেরিকা কাপ শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভালোই দাপট দেখালো আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে তারা নিকারাগুয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। লাউতারো মার্টিনেজও করেছেন জোড়া গোল। আরেকটি গোল করেছেন রবার্তো পেরেইরা। বাংলাদেশ সময় শনিবার ভোরে ঘরের মাঠ সান হুয়ানের বিসেন্তেনারিওতে মধ্য আমেরিকা অঞ্চলের দেশটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের প্রথমার্ধেই মেসি ম্যাজিক। এক মিনিটের ব্যবধানে জোড়া গোল। ৩৭ ও ৩৮ পরপর দুই মিনিটে দুই গোল করে নিকারাগুয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। বিরতির পর গোল উৎসবে যোগ দেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো। ৬৩ ও ৭৩ মিনিটে নিজের গোল দুটি করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রবার্তো পেরেইরাও খুঁজে পান জাল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নিকারাগুয়া।