১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

পয়েন্ট ভাগাভাগিই করতে হলো পাকিস্তান-শ্রীলঙ্কার

খেলা ডেস্ক

বেরসিক বৃষ্টি শেষ পর্যন্ত দয়া দেখালো না। টসটাই হতে দিলো না, কোনো বল মাঠে গড়নো তো দূরের কথা। ম্যাচ অফিসিয়ালরা অপেক্ষার পর অপেক্ষা করেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন। জানিয়ে দিলেন, ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে। দুদলের জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। দুই দলই নিজেদের আগের দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজিত হয়েছে। এ ম্যাচের পয়েন্ট ভাগ হওয়ায় এখন তিন ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো ৩ করে।

প্রকাশ :জুন ৮, ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ণ