১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১০

আমিরাতে পিকআপচাপায় বাংলাদেশি নিহত

বিদেশ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে নেজাম উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দুবাই সবজি মার্কেটের ৪নং ব্লকের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দীন চট্টগ্রাম হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ইসহাক মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘বড় ভাই অনেক দিন ধরে সবজি মার্কেটে ব্যবসা করতেন। সোমবার প্রতিদিনের মতো কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরও জানান, নেজাম উদ্দিনের মরদেহ বর্তমানে দেরা দুবাইয়ের রাশেদিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে নেয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশ :জুন ৪, ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ণ