নিজস্ব প্রতিবেদক
এক মাস সিয়াম সাধনার পর আনন্দের ঈদ সমাগত। রমজানের রোজা শেষে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখামাত্রই ঈদের খুশি ছড়িয়ে পড়বে সর্বত্র। স্বভাবতই আজ সন্ধ্যায় সবার চোখ থাকবে পশ্চিম আকাশে। আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর। আর না দেখা গেলে বাড়বে একটি রোজা, ঈদ হবে পরদিন বৃহস্পতিবার।
চাঁদ দেখা গেলে সর্বত্র বেজে উঠবে সেই চিরচেনা সুর ‘ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিনই ঈদ উদযাপিত হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশভেদে ঈদুল ফিতরের দিনক্ষণে তারতম্য হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।