১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:১১
ব্রেকিং নিউজ

পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট

অনলাইন

ঈদে ঘরমুখী মানুষ এবং অতিরিক্ত যানবহনের চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার মধ্যরাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে এ মহাসড়কে। আজ মঙ্গলবার ভোরের দিকে যানবাহনের চাপ আরও বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এ সময় অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওয়ানা হন ঘাটের দিকে। এদিকে ঘাট এলাকায় হাজারো মানুষের চাপ সামলাতে এ রুটের ২০টি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীও পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

প্রকাশ :জুন ৪, ২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ণ