১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

‘ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু আনা যাবে না’

দেশজনতা অনলাইন : পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে মুসল্লিরা জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে মুসল্লিরা ছাতা বহন করতে পারবেন।
সোমবার জাতীয় ঈদগাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহে তিন দফা তল্লাশি শেষে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে। ছাতা, জায়নামাজ ছাড়া কিছুই বহন করা যাবে না। ঈদগাহের ভেতরে চারপাশে সিসি ক্যামেরা লাগানো থাকবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে এগুলোর ফুটেজ মনিটরিং করা হবে।
ঈদ জামাতকে কেন্দ্র করে সুস্পষ্ট নিরাপত্তার কোনো হুমকি নেই, উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, তারপরও বৈশ্বিক দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
তিনি বলেন, ঈদ জামাতের জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। ঈদগাহ মাঠ স্ক্যানিং করা হয়েছে। আর্চওয়ে স্থাপন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার বলেন, রাজধানীতে আমাদের ব্লক রেইড চলছে। বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে আমাদের পুলিশ কাজ করছে। আমরা সতর্ক আছি।

প্রকাশ :জুন ৩, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ