১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

দেশজনতা অনলাইন : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এরপর কিছু সময়ের জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে।

সোমবার সকাল সাড়ে নয়টার কিছু আগে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাওয়া কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে অবতরণ করে।

বিমানটি অবতরণের পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে যায়। তবে সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠানামার জন্য খুলে দেওয়া হয়।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, জরুরি অবতরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অধিকতর নিরাপত্তার জন্য পাইলট ফ্লাইটটি অবতরণের অনুমতি চায়। পরে অনুমতি দেওয়া হলে ফ্লাইটটি অবতরণ করে। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৯, ১১:৫৯
Goodman Travels

ফাইল ছবি

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এরপর কিছু সময়ের জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে।

সোমবার সকাল সাড়ে নয়টার কিছু আগে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাওয়া কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে অবতরণ করে।

বিমানটি অবতরণের পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে যায়। তবে সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠানামার জন্য খুলে দেওয়া হয়।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, জরুরি অবতরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অধিকতর নিরাপত্তার জন্য পাইলট ফ্লাইটটি অবতরণের অনুমতি চায়। পরে অনুমতি দেওয়া হলে ফ্লাইটটি অবতরণ করে। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

প্রকাশ :জুন ৩, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ