১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

প্রস্তুত জাতীয় ঈদগাহ

নিজস্ব প্রতিবেদক

এবারের ঈদে জাতীয় ঈদগাহে লক্ষাধিক মুসলিম নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে পাঁচ হাজার নারীর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ তথ্য জানিয়ে বলেছেন, জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ হয়েছে। রোববার জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নিরাপত্তা তলস্নাশির কারণে কেউ যাতে নামাজের সময় ঈদগাহের বাইরে না থাকেন সে জন্য প্রবেশ পথের মুখ বাড়ানোসহ দ্রম্নত নিরাপত্তা তলস্নাশি শেষ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাঈদ খোকন বলেন, ঈদ জামাতে যাতে একসঙ্গে এক লাখ মুসলিম নামাজ আদায় করতে পারেন, সেই প্রস্তুতি শেষ করা হয়েছে। এবার পাঁচ হাজার নারীও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।

তিনি বলেন, এবার একসঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসলিমদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থা রয়েছে। যদি রাস্তায় নামাজ আদায় করতে হয়, সে জন্য রাস্তায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদু্যৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রকাশ :জুন ৩, ২০১৯ ১০:১১ পূর্বাহ্ণ