১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

রোজা রেখেই জয় এনে দিলেন ৩ টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের কেনিংটন ওভালে রবিবার প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৩৩০ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ফলাফল- টাইগারদের ২১ রানের জয়। এদিন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম এবং মেহেদী হাসান মিরাজ। অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনজনই।

মুশফিক তো ১৪২ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের মূল কাজটিই করে দিয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। শুধু তাই নয়, ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন মুশফিক। মাহমুদউল্লাহ শেষ মুহূর্তে ৩৩ বলে অপরাজিত ছিলেন ৪৬ রানে। আর টাইট বোলিং করেছেন মিরাজ। ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে। প্রসঙ্গত, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে তারা রোজা রেখে খেলছেন, অনুশীলন করছেন।

প্রকাশ :জুন ৩, ২০১৯ ১০:০০ পূর্বাহ্ণ