১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

পশ্চিমবঙ্গে মন্ত্রীসভা ঢেলে সাজাচ্ছেন মমতা

বিদেশ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে ৪৩ সদস্যের মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১৭তম লোকসভা নির্বাচনে রাজ্যটিতে জয় পেলেও, বিজেপি’র সাথে ব্যবধান কমে আসার পর এ উদ্যোগ নিলেন তিনি। প্রাথমিক পর্যায়ে নর্থ বেঙ্গল আর জঙ্গলমহল আসনকে ঘিরে নেয়া হচ্ছে নানা ব্যবস্থা। দু’টো আসনেই আগে তৃণমূলের রাজত্ব থাকলেও এবারের নির্বাচনে উল্টে যায় সে সমীকরণ। দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন আর শান্তিরাম মাহাতোকে সরিয়ে দায়িত্ব দেয়া হচ্ছে শীর্ষ তৃণমূল নেতাদের। এ পদক্ষেপকে নির্বাচন পরবর্তী নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে দাবি করছে দলটি।

এর আগে, মঙ্গলবার (২৮ মে) দল পাল্টে বিজেপি’তে যোগ দেন তৃণমূলের তিন বিধায়ক এবং ৬৩ কাউন্সিলর। লোকসভা নির্বাচনের পর থেকেই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। বলা হচ্ছে, মন্ত্রী এবং উত্তর ২৪ পরগণায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও শিগগিরই বিজেপি’তে যোগ দেবেন। তবে বিজেপি’র এ দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা।

প্রকাশ :মে ২৯, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ