১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

ব্রাজিলের চার কারাগারে ৪০ কয়েদির লাশ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের অ্যামাজোনাস রাজ্যের মানাউস শহরের চারটি কারাগারে সোমবার অন্তত ৪০ কয়েদিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর একদিন আগে রোববার ওই এলাকার একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
কারাগারে সহিংসতা বন্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানাউসে একটি টাস্কফোর্স পাঠানো হয়েছে। ব্রাজিলের প্রায় সবগুলো কারাগারে মাদকব্যবসায়ী গ্রুপগুলোর নিয়ন্ত্রণ রয়েছে। কারাগারে থাকা বিরোধী গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি কারাগারের এসব কয়েদি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। কারাগারগুলোতে নিয়মিত পরিদর্শন চলাকালে কর্মীরা এদের দেখতে পান বলে জানিয়েছেন তারা।
মৃতদের অধিকাংশকে মানাউসের নিকটবর্তী আন্তোনিও ত্রিনদাদ ইনস্টিটিউট থেকে পাওয়া গেছে। এছাড়া আমাজোনাস রাজ্যের পুরাকুয়েকুয়ারা ও প্রভিশনাল ডিটেনশন সেন্টার থেকেও কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
রোববার রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হয়। ২০১৭ সালের জানুয়ারিতে এই কারাগারটিতেই কয়েদিরা বিদ্রোহ করেছিল। ২০ ঘন্টার ওই বিদ্রোহে নিহত হয়েছিল ৫৬ জন।

প্রকাশ :মে ২৮, ২০১৯ ২:২৬ অপরাহ্ণ