১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

মালিবাগে ভবনে আগুন

দেশজনতা অনলাইন : রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়ায় একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার দুপুরে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।
মালিবাগের ডিআইটি রোডে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে বলে শোনা গেলেও পরে জানা যায় যে, পোশাক কারখানায় নায়, একটি বাসায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাৎ হোসেন জানান, গার্মেন্টসে আগুন নয়, পাঁচতলা ভবনের একটি বাসার ফ্রিজে আগুন লাগে। প্রথমে খবর পেয়ে আমরা চারটি ইউনিট পাঠাই। পরে সেখান থেকে তিনটি ফেরত আনা হয়েছে। একটি ইউনিট সেখানে কাজ করছে।

প্রকাশ :মে ২৮, ২০১৯ ২:২১ অপরাহ্ণ